দ্বিগুণ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি রমজানে

২২ ফেব্রুয়ারী ২০২১

গত বছরের তুলনায় আসন্ন রমজানে টিসিবির মাধ্যমে দ্বিগুণ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে। এর মাধ্যমে  বাজার সহনীয় পর্যায়ে রাখা হবে। কোনও অবস্থাতেই যেন পণ্য নিয়ে সাধারণ মানুষের সমস্যা না হয়, সেদিকটা দেখছে সরকার। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি । রোববার (২১ ফেব্রুয়ারি) রংপুর জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে মতবিনিময় করেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনে রমজান মাসে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে ভোজ্যতেল পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, আন্তর্জাতিক কিছু বিনিয়োগকারীকে রংপুর অঞ্চলে আনার চেষ্টা করছে সরকার। এক থেকে দেড় বছরের মধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠবে। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা,  জেলা পরিষদের কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর