মন্তব্য
দেশে চালের বাজার আগামী এক মাসের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেছেন, বাজারে চলমান চালের সমস্যা থাকবে না, এটা সহনীয় হবে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই আশার কথা শুনান মন্ত্রী। রোববার (২১ ফেব্রুয়ারি) রংপুর জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে মতবিনিময় করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এপ্রিল মাসের প্রথম দিকে বোরো ধান উঠে যাবে। এর মধ্যে ১০ লাখ টন খাদ্য আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে প্রায় সাড়ে তিন লাখ টন খাদ্য এসেছে। আশা করছি চালের বাজার স্বাভাবিক হবে।
এমকে