অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২২ ফেব্রুয়ারী ২০২১

নীলফামারী সংবাদদাতা

নীলফামারীতে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ইটাপিড় ব্রীজ সংলগ্ন সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। ভুক্তভোগীর নাম আব্দুল হালিম, তিনি নতিব চাপড়া গ্রামের আফসার আলীর ছেলে। আগের দিন (রোববার) সকালে নিজের বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হলেও পরে আর বাড়ি ফেরেননি তিনি।

চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, রাতেও বাড়িতে না ফেরায় তাকে খুঁজচ্ছিলেন তার স্বজনরা। লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে- হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হযেছে। নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, ভুক্তভোগীর শরীরে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এমআইএস/এমকে

 


মন্তব্য
জেলার খবর