মানসিক চাপ থেকে মুক্তি পেতে ভাঙচুর!

২২ ফেব্রুয়ারী ২০২১

মনের মধ্যে যখন রাগ বা হতাশা দানা বাঁধতে থাকে, তখন কি করেন আপনি? চিৎকার, চেঁচামেচি কতো কিছুই হয়তো করতে ইচ্ছা করে তখন। তবে প্রচুর ভাঙচুর করতে পারলে যেন মুহূর্তেই রাগ মোচন হয়। সম্প্রতি মানসিক চাপ এবং রাগ মোকাবিলার জন্য এমনই এক অভিনব পথ বাতলে দিচ্ছে ব্রাজিলের 'রেইজ রুম', যেখানে ইচ্ছে মতো ভাঙচুর করে ক্রোধ থেকে মেলে মুক্তি।

রাগের বহিঃপ্রকাশে অনেকেই ভাঙচুর করেন। তবে বাড়িতে নিজস্ব জিনিসপত্র না ভেঙে মাত্র ৪০০ টাকায় যদি ইচ্ছামতো ভাঙচুর করা যায়, তাহলে কেমন হয়? ব্রাজিলের সাও পাওলো শহরে এমনই এক সুযোগ করে দিয়েছে 'রেইজ রুম' বা 'ক্রোধ ঘর'। শহরটির সীমান্ত এলাকার একটি গুদামে নিজেদের মন মতো ভাঙচুর করে রাগ দমন করতে পারেন স্থানীয় বাসিন্দারা।


মন্তব্য
জেলার খবর