আল-আকসার বিড়ালপ্রেমি আর নেই

২২ ফেব্রুয়ারী ২০২১

জেরুজালেমের মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা কম্পাউন্ডে শোকের ছায়া নেমে এসেছে। হাজি গাসসান মাহমুদ ইউনিসের মৃত্যুর খবরে সবার মন ভেঙে গেছে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে ‘আবু হুরাইরা’ নামে পরিচিত এই ফিলিস্তিনি পৃথিবীর মায়া-মমতা ছেড়ে না-ফেরার দেশে চলে যান।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আল-আকসা কম্পাউন্ডে ৪০টি বিড়াল আছে। এছাড়া অসংখ্য পাখি ছিল, তাদের তিনি দেখভাল করতেন। এসব পশু-পাখিদের খাওয়াতে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতেন হাজি গাসসান মাহমুদ ইউনিস।

মিডল ইস্ট মনিটর


মন্তব্য
জেলার খবর