সিমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তোদের পৃষ্টপোষক স্বত্ব লাভ করেছে ই-কমার্স কোম্পানী ইভ্যালি।
আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও টি-২০ সিরিজ খেলবে। আইসিসি ওডিআই সুপার লিগের অংশ হিসেবে টাইগারদের এই নিউজিল্যান্ড সফর। দলের কিড স্পন্সর স্বত্বও পেয়েছে ইভ্যালির অধিভুক্ত ই-ফুড। বিনিময়ে দুই কোটি টাকা বিনিয়োগ করবে ইভ্যালি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহি (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৃষ্ঠপোষকের নাম ঘোষনা করে বিসিবির ওই কর্মকর্তা বলেন,‘ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল পৃষ্ঠপোষক হিসেবে আমরা ইভ্যালিকে পেয়েছি। একই সঙ্গে তারা আমাদের দলীয় জার্সিরও পৃষ্ঠপোষকতা লাভ করেছে। আশা করি ভবিষ্যতে আরো বড় পরিসরে আমাদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসবে প্রতিষ্টানটি।’
এদিন মিরপুরে দলীয় পৃষ্ঠপোষকের নাম ঘোষনার সময় নতুন জার্সিও উন্মোচন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহি মোহাম্মদ রাসেল বলেন, শুধু মাত্র এই সিরিজে নয়, ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটেও পৃষ্ঠপোষকতা ও দিতে চায় ইভ্যালি।