মন্তব্য
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে পরাজিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের ক্রাইসচার্চে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিং পাওয়া স্বাগতিক নিউজিল্যান্ডের দূর্বল সুচনার পর কনওয়ের ৫৯ বলে অপরাজিত ৯৯ রানের অসাধারণ এক ইনিংসের সুবাদে তারা ৫ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
জবাবে ১৭.৩ ওভারে ১৩১ রানে অল আউট হয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। কিউই স্পিনার ইশ সোধি ২৮ রানে তুলে নেন চার উইকেট। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গেল কিউইরা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘দীর্ঘদিন পর খেলতে নেমেছি। তবে কোয়ারেন্টাইনে আমাদের জন্য যথার্থভাবেই সব কিছু দেয়া হয়েছে। তারা কঠোর পরিশ্রম করে খেলতে পেরেছে, যা আমরা সঠিকভাবে পারিনি।’