টাইগারদের জন্য হুমকি নিউজিল্যান্ডের যে ক্রিকেটার

২২ ফেব্রুয়ারী ২০২১

চলতি মাসেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসেই তাদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এ সফরে টাইগারদের তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। দলটির বিপক্ষে তামিমদের জন্য হুমকি হয়ে উঠতে পারেন নিউজিল্যান্ডের উঠতি তারকা ডেভন কনওয়ে। 

সোমবার ক্রাইস্টচার্চে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৯ বলে ১০ চার ও তিন ছক্কায় ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভন কনওয়ে। তার ৯৯ রানের টর্নেডো ইনিংসে পাঁচ উইকেটে ১৮৪ রান তুলে নিউজিল্যান্ড। 

এ পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে সমস্যায় পড়বে বাংলাদেশ দল। ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে সব শেষ পাঁচ ম্যাচেই ফিফটি করেছেন কনওয়ে। আগের দুই ম্যাচে তিনি অপরাজিত ছিলেন যথাক্রমে ৯৩ ও ৯১ রানে। 

টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের অভিষেক হতে পারে।


মন্তব্য
জেলার খবর