মন্তব্য
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। রোববার রাত ৩টার দিকে ঢাকা ত্যাগ করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
এসময় সাকিব দেশের ক্রিকেটের জন্য শুভকামনা জানান। সাকিব বলেন, ‘খেলতে পারলে ভালো লাগতো। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা।’
বোর্ড থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন সাকিব। তাই তাকে নিউজিল্যান্ড সফরে দেখা যাবে না।