মন্তব্য
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সরাসরি কথা বলার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টর্স।
ইউক্রেন ও রুশ প্রতিনিধিদলের মধ্যে যে শান্তি আলোচনা চলছে তার অগ্রগতি সম্পর্কে পুতিন প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সূত্রকে উদ্ধৃত করে বলছে রয়টর্স।
ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে দুই নেতা টেলিফোনে ৫০ মিনিট ধরে কথা বলেছেন। এর আগে, মোদি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথেও টেলিফোনে কথা বলেন।
সূত্র : বিবিসি