‘লাইভে না এসে পারলাম না। সিরিয়াসলি আমি অতিষ্ঠ হয়ে গেছি। এটা ২০২১ সাল ভাই। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম থাকতেই পারে। অনেক উল্টা-পাল্টা অনেক কিছুই হয়। মানুষের অনেক অতীত থাকে। সবার জীবনেই অতীত আছে।’ নিজের ফেসবুক লাইভে এমনটাই বলেন ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা হুমায়রা সুবাহ।
তিনি আরও বলেন, ‘আমার অতীত ২০১৮ সালেই শেষ। কেন আপনারা নাসির আর তার স্ত্রীর বিয়ের ছবি আমাকে পাঠাচ্ছেন। আমার সঙ্গে তার সবকিছু শেষ হয়ে গেছে। এখন চলছে ২০২১ সাল। অতীতকে নিয়ে টানাটানি করবেন না। অন্যের জীবনকে অতিষ্ঠ করবেন না।’
সুবাহ আরও বলেন, ‘ব্রেকআপের পরে আমি সিনেমা, মডেলিং ও পরিবার নিয়ে ভালো আছি। নাসির বিয়ে করছে ভালো কথা। আমি জানি ও বিয়ে করবে, তো কি হইছে? দুদিন পর আমিও বিয়ে করব। আমরা দুজন দুদিকে সরে গেছি। আর কি চান আপনারা? আমার ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা না করে আপনারা নিজের চরকায় তেল দেন।’