আমি কাপুরুষ নই, আমি সিংহী: ফারিয়া

২৩ ফেব্রুয়ারী ২০২১

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আংটি বদল করেন ।ফারিয়ার হবু বরের নাম মাহফুজ রায়ান। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত। দুই পরিবারের সম্মতিতে এই বাগদানের আনুষ্ঠানিকতা হয়েছে। 

সোমবার নিজের ফেসবুকে তার দুটি ছবি শেয়ার করেছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘এরকম অনেককেই চিনি যারা বিয়ে করেও ক্যারিয়ারের জন্য সিঙ্গেল হয়ে আছেন। কিন্তু আমার পক্ষে এত লুকোচুরি করা সম্ভব না। জীবন তো একটাই ভাই আর বিয়ে-বাগদান এগুলো অনেক পবিত্র জিনিস। লুকিয়ে ক্যারিয়ারের জন্য লুকে পাক ধরা পর্যন্ত সিঙ্গেল থাকা সম্ভব না।’

ইচ্ছে ছিল ক্যারিয়ার তুঙ্গে থাকবে তখনই শুভ কাজ করব উল্লেখ করে ফারিয়া আরও লিখেন, ‘ক্যারিয়ার পড়ে যাওয়ার পর না কারণ আমি কাপুরুষ নই, আমি সিংহী। অন্তরাকে যারা ভালোবেসেছিলেন তার বাগদান দেখে কষ্ট পাচ্ছেন সেই অন্তরা পর্দার, বাস্তবজীবনে সে ফারিয়া যে আর ৮-১০ টা মেয়ের মতো।’


মন্তব্য
জেলার খবর