বিগ বস বিজয়ী রুবিনা

২৩ ফেব্রুয়ারী ২০২১

দেখতে দেখতে শেষ হয়ে এলো ‘বিগ বস -১৪’। পাওয়া গেল এবারের বিজয়ীকেও। এবার বিজয়ীর মুকুট পরলেন রুবিনা দিলায়েক। গায়ক রাহুল বৈদ্যকে পেছনে ফেলে বিগ বসের বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন রুবিনা। ২১ ফেব্রুয়ারি রাতে রুবিনা দিলায়েকের হাতে ট্রফি তুলে দেন শোয়ের সঞ্চালক সালমান খান।

বিগ বসের ট্রফি হাতে নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। যেখানে রুবিনা বলেন, তিনি বলে বোঝাতে পারবেন না, কতটা খুশি হয়েছেন। অনুরাগী এবং ভক্তদের কী বলে ধন্যবাদ জানাবেন, তা বুঝে উঠতে পারছেন না। তবে প্রত্যেকে যদি তার পাশে না থাকতেন, সঙ্গে না থাকতেন, তাহলে তিনি বিজয়ীর মুকুট মাথায় পরতে পারতেন না।


মন্তব্য
জেলার খবর