মন্তব্য
জনপ্রিয় টিকটক তারকা সমীর গাইকোয়াডের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ২২ বছর বয়সেই না ফেরার দেশে চলে যার ভারতীয় এই টিকটক তারকার।
তবে তার মৃত্যু রহস্যময় বলে উল্লেখ করেছে পুলিশ।ভারতের পুণের ওয়াঘোলি এলাকা থেকে রোববার বিকেলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে উল্লেখ করেছে লোনিকান্দ থানার পুলিশ। গলায় ফাঁস লাগিয়েই আত্মহত্যা করেছেন ওই যুবক।
টিভি নাইন বাংলা