৩৭২ কোটি টাকা পেয়েছেন ৫৭ লাখ কৃষক

২৩ ফেব্রুয়ারী ২০২১

চলতি ২০২০-২১ অর্থবছরে  দেশের ৫৭ লাখ কৃষককে ৩৭২ কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের বরাদ্দ থেকে এই প্রণোদনা দেওয়া হয়। এর মধ্যে বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা রয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।  

 

কৃষি মন্ত্রণালয় জানায়, এই প্রণোদনার আওতায়  জমির পরিমাণ ২৩ লাখ ৬৪ হাজার বিঘা। করোনা ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ১১২ কোটি টাকা; রবি মৌসুমে মাসকলাই, মুগ, সূর্যমুখী, সরিষা, ভুট্টা প্রভৃতি উৎপাদন বাড়াতে ৯০ কেটি টাকা; বোরো ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ সহায়তা বাবদ ১৩৬ কোটি টাকা, পেঁয়াজের উৎপাদন বাড়াতে ২৫ কোটি টাকা এবং ৬১ জেলায় হাইব্রিড বোরো ধান চাষের জন্য ৯ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর