নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবি বিএনপির

২৩ ফেব্রুয়ারী ২০২১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত সরকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের  দাবি জানানো হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে  দলের পক্ষে এই দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

 

নজরুল ইসলাম খান জানান, খালেদা জিয়া খুব অসুস্থ। তার সুচিকিৎসা প্রয়োজন, যে চিকিৎসা দেশে সম্ভব নয়। এমনকি যে হাসপাতালে ছিলেন, সেখানেও সম্ভব হয়নি। সুচিকিৎসার জন্য বাইরে যাওয়া হয়তো দরকার হবে।  এই ব্যাপারে সরকারের একটা নিষেধাজ্ঞা আছে। তিনি বলেন, আমরা দাবি জানাই- এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। খালেদা জিয়ার মৌলিক অধিকার নিশ্চিত করা হোক।তিনি যেন  তার চিকিৎসার প্রয়োজনে যখন যেখানে যেতে চান, যেতে পারেন। শনিবার স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতে এই সংবাদ সম্মেলন হয়। 


 


মন্তব্য
জেলার খবর