মন্তব্য
দেশে দক্ষ গাড়ি চালক তৈরির লক্ষে ৪০ হাজার যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
প্রতিমন্ত্রী আরও বলেন, যুবকদের জন্য সরকার অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে। যুবপ্রশিক্ষণ আগে জেলা পর্যায়ে ছিল, এখন উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন সব ট্রেনিং সামনাসামনি ছিল, এখন সামনাসামনির পাশাপাশি অনলাইনে বা ভার্চুয়াল ট্রেনিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভার্চুয়াল প্রশিক্ষণ বেশি মানুষকে সম্পৃক্ত করা সম্ভব হবে।
এমকে