সাংবাদিক বুরহান হত্যার বিচার চান ডিমলার সাংবাদিকরা

২৩ ফেব্রুয়ারী ২০২১

নীলফামারী সংবাদদাতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে নীলফামারীর ডিমলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্বরে এই কর্মসূচি যৌথভাবে পালন করে ডিমলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র ডিমলা উপজেলা শাখা ও নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকম পরিবার সংশ্লিষ্টরা।

ঘন্টাব্যাপী এই কর্মসুচিতে স্থানীয় সংবাদকর্মীদের বাইরে ব্যবসায়ী নেতারাসহ সব শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন। বক্তব্য দেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের ডিমলা  শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সরোয়ার জাহান সোহাগ প্রমুখ। বক্তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

প্রসঙ্গত: সম্প্রতি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে স্থানীয় মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন বুরহান উদ্দিন মুজাক্কির।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলা অবস্থায় মারা যান তিনি। মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন।

এমআইএস/এমকে


মন্তব্য
জেলার খবর