আইপিএল নয়, দেশকে বেছে নিলেন মুস্তাফিজ

২৩ ফেব্রুয়ারী ২০২১

অর্থ নয় দেশকেই প্রাধান্য দিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের হয়ে টেস্ট খেলবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টেস্ট দলে জায়গা পেলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন না ফিজ। মঙ্গলবার বিসিবি একাডেমিতে অনুশীলনকালে এ কথা বলেন তিনি। 

মুস্তাফিজ বলেন, ‘আমার কাছে সবার আগে দেশের খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের জন্য ডাক পেলে আমি টেস্ট খেলবো। না থাকলে তো বিসিবি সেটাও জানাবে। তখন আমি বিসিবির কাছে আইপিএলে খেলার কথা বলব। বিসিবি ছাড় দিলে আইপিএলে খেলব। সবার আগে দেশ।’

তিনি আরও বলেন, ‘বিসিবি চাইলে শ্রীলংকায় খেলতে যাবো আমি। বিসিবি যেটা বলবে, তাই করবো আমি। এখানে দেশের হয়ে বা জাতীয় দলের খেলা ভিন্ন বলে কিছু নেই।’

বৃহস্পতিবার আইপিএলের ১৪তম আসরের নিলামে সাকিব আল হাসান ও মুস্তাফিজ বিক্রি হন। কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে সাকিবকে। আর ১ কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।


মন্তব্য
জেলার খবর