মন্তব্য
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গা। সোমবার ১৫ বছরের ক্যারিয়োরের অবসর ঘোষণা করেন তিনি।
এ পর্যন্ত দেশের হয়ে ৩১টি টেস্ট, ২৩৫টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এক টুইটার বার্তায় থারাঙ্গা বলেন, ‘আমি মনেকরি, এখনই সেরা সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর।’
২০১৭ সালে পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন থারাঙ্গা। ঐ ম্যাচে ১২ রান করেন। ঐ ম্যাচটি ইনিংস ও ১৭১ রানে হারে শ্রীলঙ্কা।
টেস্টে ১৭৫৪, ওয়ানডেতে ৬৯৫১ ও টি-টোয়েন্টিতে ৪০৭ রানের মালিক থারাঙ্গা সর্বশেষ গত ডিসেম্বরে শ্রীলঙ্কা ঘরোয়া আসরে একটি টুর্নামেন্টে খেলেন।