ভারতের আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম সরদার প্যাটেল স্টেডিয়ামে দিবা-রাত্রির টেস্ট খেলার অপেক্ষায় আছে ভারত ও ইংল্যান্ড। চার ম্যাচ সিরিজে বুধবার ৩য় টেস্টে মুখোমুখি হচ্ছে দল দু’টি। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি নিযে উচ্ছ্বসিত দুই দলই।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সম্প্রতি স্টেডিয়ামটির একটি ভিডিও নিজেদের টুইটারে আপলোড করেছে। এই স্টেডিয়ামের অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একাধিক অনুশীলনের পিচ তৈরি করা হয়েছে।
২০১৭ সালে মোতেরা স্টেডিয়ামের নিমাণ কাজ শুরু হয়। ৬৩ একর জায়গা জুড়ে অবস্থিত এই স্টেডিয়ামের নির্মাণ কাজে খরচ হয়েছে ৭০০ কোটি রুপির বেশি।
এই মাঠের আসন সংখ্যা ১ লাখ ১০ হাজার। তবে করোনা পরিস্থিতির জন্য মাত্র ৫৫ হাজার টিকিট বাজারে ছেড়েছিল বিসিসিআই। অন-লাইনে টিকিট ছাড়ার একদিনের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে যায়।