সূচকের পতন, বেড়েছে লেনদেন

০৮ মার্চ ২০২২

সোমবার  (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন দেখা গেছে। লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। সিংহভাগ কোম্পানির মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। একই ধরণের চিত্র দেখা গেছে আরেক শেয়ার বাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসইতে সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ১৮২ দশমিক ১২, ডিএসইএস ৩৬ দশমিক ৬১  ও ডিএস৩০ সূচক ৬৪ পয়েন্ট হ্রাস পেয়েছে। লেনদেন শেষে ডিএসইএক্স ৬ হাজার ৪৫৬ দশমিক ৫১, ডিএসইএস এক হাজার ৩৯৪ দশমিক ৪০ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৩৭৪ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৭০ লাখ টাকা, লেনদেন হয় ৭৪০ কোটি ২৬ লাখ টাকার মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। আগের দিনে লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৫৬ লাখ টাকার।

সোমবার ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৩৬৪টির  এবং বাকি ৮টির অপরিবর্তিত ছিল। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে  শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, ৪১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে বিডিকম অনলাইন লিমিটেড।

অন্যদিকে সিএসইর সূচক দুটির মধ্যে সিএসসিএক্স ২৭১ দশমিক ৬২ পয়েন্ট কমে ১১ হাজার ৩৯৬ দশমিক পয়েন্টে ও সিএএসপিআই ৪৫৫ দশমিক ৩৬ পয়েন্ট  কমে ১৮ হাজার ৯৮৯ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। ২৯৪টি কোম্পানির মধ্যে  দর বেড়েছে ১৯টির, কমেছে ২৫৪টির এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ২০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ১৭ কোটি ৮১ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর