তুরস্কে রয়েছে ৪০ লাখ শরণার্থী

২৪ ফেব্রুয়ারী ২০২১

গ্রিস মাত্র এক লাখ শরণার্থী রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাহায্য পায়, অথচ তুরস্ক ৪০ লাখ শরণার্থী গ্রহণ করেও তেমন সহায়তা পায়নি বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সোমবার আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক একটি সম্মেলনে যোগ দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্কে ৪০ লাখ শরণার্থী রয়েছে। এ নিয়ে ইইউ সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি।

এরদোয়ানের অভিযোগ, গ্রিসকে এক লাখ শরণার্থী রাখার জন্য ৩০০ কোটি ইউরো দেওয়া হয়েছে। কিন্তু তুরস্ককে ৪০ লাখ শরণার্থীর জন্য তেমন কিছুই দেওয়া হয়নি।

ডেইলি সাবাহ ও পার্স টুডে


মন্তব্য
জেলার খবর