শতভাগ আসনেই যাত্রী পরিবহন করা যাবে

১৩ জানুয়ারী ২০২২

করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধের মধ্যে শতভাগ আসনেই যাত্রী পরিবহন করতে পারবেন বাস মালিকরা। এক্ষেত্রে যাত্রী, পরিবহন চালক ও হেলপারদের অবশ্যই মুখে ঠিকমতো মাস্ক পরাসহ করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বাসে। শনিবার (১৫ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। এর আগে এ বিধিনিষেধের মেয়াদকালে ৫০ শতাংশ আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

এ শর্ত মানলে বাস মালিকদের লোকসানের পাশাপাশি রাজধানীতে গণপরিবহন সঙ্কট দেখা দিবে, ভোগান্তিতে পড়বে যাত্রীরা- এমন যুক্তিতে ভাড়া না বাড়ালেও শতভাগ আসনে যাত্রী ‍পরিবহনের জন্য সরকারের কাছে অনুমতি চায় পরিবহন মালিকরা। বুধবার (১২ জানুয়ারি) বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে বৈঠককালে এ যুক্তি তুলে ধরেন তারা। অনুমতি চাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের জানানো হবে, সেখান থেকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে- বৈঠক শেষে এমনটাই জানিয়েছিলেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বিআরটিএর চেয়ারম্যান তাদের জানিয়েছেন শনিবার থেকে গণপরিবহনে যত আসন, তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। বিআরটিএর এ বার্তা সব পরিবহন মালিককে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানান, যারা স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সড়কে পুলিশ প্রশাসনকেও বিষয়টি দেখার অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে ১১ দফার এ বিধিনিষেধ জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রেন, বাস এবং লঞ্চে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করতে হবে। আর সব যানেরই চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর