চাটমোহরে ৮ বছরের ছাত্রীর আত্মহত্যা!

০৮ মার্চ ২০২২

এম.এ জিন্নাহ, চাটমোহর (পাবনা):

পাবনার চাটমোহরে মিনা খাতুন নামের ৮ বছরের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, অনিচ্ছা সত্ত্বেও তাকে মাদ্রাসায় পাঠানোয় ক্ষোভে নিজেদের ঘরে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (০৭ মার্চ) দুপুরের দিকে ছাইকোলা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিনা খাতুন ওই গ্রামেরই বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে। সে ছাইকোলা খাতুনে জান্নাত দারুল কুরআন মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।

স্থানীয় বাসিন্দা ও মিনা খাতুনের পরিবারের সদস্যরা জানা গেছে, ঘরের দরজা  আটকে দিয়ে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। সোমবার সকালে মাদ্রাসায় যেতে তালবাহানা করে সে। এ নিয়ে তার মা তাকে গালমন্দ করেন এবং তার অনিচ্ছায় তাকে মাদ্রাসায় রেখে আসেন। দুপুরে দিকে মিনা মাদ্রাসা থেকে চলে আসে সে। এরপরই এ ঘটনা ঘটায়। পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে মিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

চাটমোহর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর