মন্তব্য
জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ নতুন করে আসতে চলেছে বড় পর্দায়। সৈকত নাসিরের পরিচালনায় এ সিনেমায় মাসুদ রানা হচ্ছেন রাসেল রানা। আর সোহানারূপে দেখা যাবে পূজা চেরিকে।
ছবিটিতে আরও এক কেন্দ্রীয় নারী চরিত্র নবনীতা হিসেবে অভিনয় করবেন নতুন মুখ সৈয়দা অমনি। তাকেই এই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে। অমনি শোবিজে কাজ করছেন অনেকদিন ধরেই। বিশেষ করে ফ্যাশন জগতে তার বিচরণ। বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।