টিকা নিলেন প্রায় ২৫ লাখ মানুষ 

২৪ ফেব্রুয়ারী ২০২১

দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু থেকে এখন পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এর মধ্যে মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬৩০ জনের।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। ৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম  চলছে।শুক্রবার টিকাদান দেওয়া হয় না।

 

টিকাগ্রহণে পুরুষের চেয়ে পিছিয়ে আছেন নারীরা। পুরুষ নিয়েছেন ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন, নারী ৮ লাখ ৫৭ হাজার ২০ জন। বিভাগভিত্তিক টিকা নিয়েছেন ঢাকায় ৬২ হাজার ২৩৯ জন, ময়মনসিংহে ৮ হাজার ১৮৮ জন, চট্টগ্রামে ৩৭ হাজার ৭০৮ জন, রাজশাহীতে ১৮ হাজার ৬৫১ জন, রংপুরে ১৫ হাজার ৭৬৫ জন, খুলনায় ২২ হাজার ৮১৬ জন, বরিশালে ৮ হাজার ৪৪৩ জন এবং সিলেটে ৯ হাজার ৮৬ জন। মঙ্গলবার টিকা নিয়েছেন এক লাখ ৮২ হাজার ৮৯৬ জন।

 

এমকে


 


মন্তব্য
জেলার খবর