লাজু মিয়া,লালমনিরহাট:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিজের বাবা-মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এক ইউপি সদস্য। এ ঘটনায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দফতরে লিখিতভাবে নালিশ দিয়েছেন ভুক্তভোগী বাবা। দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় ছেলে এমন আচরণ করেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে সাপ্টিবাড়ী ইউনিয়নের বালাপুকুর এলাকায়।
ভুক্তভোগীর নাম আব্দুল করিম। তার ছেলের নাম মঞ্জুর আলম, সে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর।
আব্দুল করিমের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম বিয়ের পর থেকেই ঘরজামাই থাকেন। নিজের ছেলে সন্তান না থাকায় মঞ্জুর আলমকে বাড়ীর অংশ থেকে ৩০ শতক সম্পত্তি দান করেন তার শ্বশুর। সেখানেই পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেছিলেন ভুক্তভোগী। যৌতুক না দেওয়ায় সম্প্রতি মঞ্জুর আলম তার প্রথম স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর তার পরকীয়া প্রেমিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এতে আপত্তি জানালে মঞ্জুর আলম তার মা-বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করে, একই সঙ্গে বাড়ি থেকে বের করে দেন। বিষয়টি মিমাংসা জন্য এলাকার গণ্যমান্যরা বৈঠক ডাকলেও মঞ্জুর আলম বৈঠকে উপস্থিত হয়নি।
আব্দুল করিম ও তার স্ত্রী মর্জিনা বেগম কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পরেও তারা এখন ভয়ে আছে, নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ এখন ছেলের কাছে জমা রাখা টাকা চাইলে ছেলের দ্বিতীয় স্ত্রী বিভিন্ন হুমকি দেয়। তাছাড়া কাউকে এ ঘটনা জানালে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে ছেলে ও তার বউ সবাইকে বলে বেড়ায়। তাই নিরুপায় হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তারা।
মঞ্জুর আলম তার রিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য নয় বলে এড়িয়ে যান। সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ঘটনাটি শুনে ওই ইউপি সদস্যকে দ্রুত বাবা-মা কে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বলছি। তিনি সময় নিয়েছেন, দেখি কি হয়। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জে.আর সারোয়ার জানান, লিখিত অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমকে