নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার বিকাল ৫টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসে করে ঢাকা ছাড়েন টাইগাররা। সেখানে তামিম-মুশফিকরা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন। ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন তামিম এবং টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ। ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
ফ্লাইটে চড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদরা। নিউজিল্যান্ড সফরে যেন ভালো করতে পারেন সেই উপলক্ষেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।
টাইগার একাদশ:
তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ।