অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন, ২ জন খালাস

০৮ মার্চ ২০২২

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে অস্ত্র মামলায় এক আসামিকে  যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান মামলাটির রায় দেন।

দণ্ডিত আসামির নাম আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল (৪০), সে শহরের ভওয়াখালী এলাকার লাল মিয়া বিশ্বাসের ছেলে। সে পলাতক। খালাস পাওয়া  দুই আসামি হচ্ছে- মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৮ আগস্ট কোবরা বাবুলের বাড়িতে অস্ত্র বেচাকেনা চলছে- এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কোবরা বাবুল ও গ্রীল মাসুমকে আটক করে পুলিশ। কোবরা বাবুলের কোমর থেকে ম্যাগজিনসহ ছয় রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল জব্দ করা হয়। এ ছাড়া তার ঘর থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  এ ঘটনায় তিন জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা হয়।

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর