বিশ্ব ভালোবোসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির হোসেন। এরপর থেকে শুরু হয়েছে বিতর্ক। বিয়ে নিয়ে বিতর্কের মুখে অবশেষে ক্রিকেটার নাসির হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিথ্যা প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
তামিমাকে নিয়ে ভয়ে আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার এখন ভয় লাগছে। তামিমা যেকোনো সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এখন তামিমা আর তামিমা নয়। তামিমা হোসাইন। সুতরাং তার নামে কেউ কিছু বললে আমি মেনে নেব না।’
বুধবার বনানীতে এক সংবাদ সম্মেলনে স্ত্রী তামিমা তাম্মিকে সাথে নিয়ে নাসির হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্মীয় রীতিনীতি ও দেশের প্রচলিত আইন মেনেই আমি তামিমাকে বিয়ে করেছি। আমি তাই সকলের প্রতি আহ্বান করছি যেন এমন কিছু না করা হয় যাতে তার স্ত্রীর কোনো অসুবিধা হয়। তামিমাকে আমি চিনি চার, সাড়ে চার বছর ধরে। আমি ওকে খুব কাছ থেকে চিনি। আমরা দু'জনই প্রাপ্তবয়স্ক। কোনো সমস্যা থাকলে এভাবে লোক জানিয়ে বিয়ে করতাম না।
তিনি আরও বলেন, ‘আমি ওর ব্যাপারে আমি সব জানতাম। ওর আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে। ডিভোর্স হয়েছে। বিয়ের আগে আমরা লিগ্যাল ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি। আমি চাইলে ডিভোর্স পেপার ফেসবুকে এসে দেখাতে পারতাম। কিন্তু দেখাইনি।’
নাসির বলেন, ‘মিস্টার রাকিব আমাদের নিয়ে যা বলেছেন সেসব কথা সব মিথ্যা। তার কথার মধ্যে সত্য হলো রাকিবের সাথে তামিমার বিয়ে হয়েছিলো এবং তাদের একটি বাচ্চা আছে। উনি যেটা করছেন সেটা এখন সবারই জানা হয়ে গেছে। তিনি যেসব মিথ্যে কথা বলেছেন তার প্রমাণ আমার কাছে আছে।’