মন্তব্য
বৈবাহিক সম্পর্কে যাপন করতে গিয়ে স্ত্রী ঘরের যেসব কাজ করেছেন, তার জন্য তাকে অর্থ পরিশোধ করতে স্বামীকে নির্দেশ দিয়েছেন চীনের বেইজিংয়ের বিবাহবিচ্ছেদ সম্পর্কিত একটি আদালত।
আদালতের এই রায়ের ফলে ওই নারী তার পাঁচ বছরের বৈবাহিক জীবনে গৃহকর্মের জন্য ৫০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় লাখ টাকা) পাবেন। এ ছাড়া বিচ্ছেদের পর ওয়াংয়ের খোরপোশ বাবদ তাঁকে মাসে দুই হাজার ইউয়ান করে দেওয়ার জন্য চেনকে নির্দেশ দেওয়া হয়।
চীনে এখনও নারীরা প্রতিদিন গড়ে চার ঘণ্টা কাজ করেন, যার বিনিময়ে কোনও মজুরি পান না। সেখানে পুরুষের তুলনায় নারীদের বিনামজুরিতে কাজ করার হার অন্তত আড়াইগুণ বেশি।
বিবিসি