ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করে কোনো ভুল করেননি বলে দাবি করেছেন বিমানবালা তামিমা সুলতানা তাম্মি। বুধবার বনানীর একটি হোটেলে নাসিরের সঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
রাকিবকে তালাক না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এটা একটা ক্লিয়ার জিনিস। নয় মাস আগে আমার ছবি নাসির ইন্সট্রাগ্রাম পেজে দেয়। পেজে দেওয়ার পরে এটা যথারীতি আলোচনা ফেলছিল। যখন ওকে (নাসির) প্রশ্ন করা হয়, এই সেই মেয়ে যাকে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করলে ঘটা করেই করব। সবাইকে জানিয়ে করব।
তামিমা বলেন, তিন মাস আগে আরেকটা গণমাধ্যমকে জানিয়েছে, ওই ছবির মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। তারপর আমরা ধুমধাম কাবিন করেছি। ধুমধাম গায়ে হলুদ করেছি। রিসিপশনের আগে সে হঠাৎ করে কিভাবে জানতে পারে। এটা হঠাৎ করে হয়নি। এক বছর যাবৎ নাসির সবাইকে বলে আসছে এই মেয়েকে আমি বিয়ে করছি। আমরা ওপেনলি এটা সবাইকে বলেছি।
তিনি বলেন, আমি একটা জায়গায় জব করি সেহতেু আমি মিডিয়ার সামনে আসতে চাচ্ছিলাম না। নাসিরও আমাকে আনতে চাচ্ছিল না। হঠাৎ করে এটা হয়নি। উনি যেটা করছে এটা পাবলিক প্লাটফর্ম পাওয়ার জন্য। রিসিপশনের মাঝে ঝামেলা করলে আমাদের দুইটা উপায় থাকবে। হয় আমরা রিসিপশন বন্ধ করে দেব, ওইটা একটা নিউজ হয়ে যাবে। আর যদি ক্যানসেল নাও হয়ে থাকে আমরা একটা হেনস্তার শিকার হব। উনি দুইটা জিনিসই করার চেষ্টা করছে। উই আর ক্রিস্টাল ক্লিয়ার। উই আর নট গিলট। সো উই আর ইনোসেন্ট। তো সেক্ষেত্রে আমার কোনো ভয় কাজ করেনি। আমি এটা ভুল করেছি ফেঁসে যাব। আমি কোনো ভুল করিনি।