মন্তব্য
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে চাঞ্চল্যকর পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি সৈয়দ হাসান মীর (৬০) কে গ্রেফতার করেছে র্যাব ৷ মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার সরাফপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় ৷ সৈয়দ হাসান মীর সরাফপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে ওই এলাকায় অভিযান চালায় তাদের একটি দল। সৈয়দ হাসান মীরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, গত ৭ মার্চ স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। পথে সরাফপুর এলাকায় তার ওপর যৌন নিপীড়ন চালায় সৈয়দ হাসান মীর। এ ঘটনায় নির্যাতিতার বাবা রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলাটি করেন।
অমিত পাল/এমকে