নাসির ১০০টা গোলাপ দিয়েছিল : সুবাহ

২৫ ফেব্রুয়ারী ২০২১

নাসিরের সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ একটি পেইজের পোস্ট শেয়ার দিয়ে ফেসবুকে লেখেন, 'নাসির প্রথম দিন আমাকে ১০০ টি গোলাপ দিয়েছিল।' 

সুবাহ ও নাসিরের প্রেম সোশ্যাল মিডিয়ায় সকলেরই জানা। সুবাহ লাইভে এসে নাসিরের জন্য কান্নাকাটিও করেছিলেন। তুলে ধরেছিলেন সম্পর্কের গভীরতা।

নাসির এই সম্পর্ককে অস্বীকার করে। সুবাহ এটিকে প্রতারণা হিসেবে উল্লেখ করেছিলেন।


মন্তব্য
জেলার খবর