মৃত্যু ও শনাক্ত বেড়েছে

০৮ মার্চ ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর মৃত্যু ও শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে- মারা গেছেন ৭ জন, শনাক্ত হয়েছে ৪৪৬ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ৪৩৬ জন, চার জন মারা যায়। স্বাস্থ্য অধিদফতরের সোম ও মঙ্গলবার- দু’দিনের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ২ দশমিক ২৩ শতাংশ নমুনায় এ রোগ ধরা পড়েছে। আর মোট আক্রান্তের মধ্যে  তিন হাজার ৬২ জন সুস্থ হয়েছেন।

এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৯৬ জন। ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১৪টি। শনাক্তের হার ১৪ দশমিক ৩৬।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ১৫৪টি,  পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৯৬৪টি। মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ পাঁচ জন এবং নারী দুই জন। বিভাগের মধ্যে ঢাকাতেই আছেন ছয় জন, বাকিজন সিলেটের।  এদেরে মধ্যে সরকারি হাসপাতালে ছয় জন আর একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর