স্বামীর ঘর ছেড়েছেন নুসরাত

২৫ ফেব্রুয়ারী ২০২১

বেশ কিছুদিন ধরেই নিখিলের সঙ্গে নয় বরং মা বাবার সঙ্গে থাকছেন টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নায়িকার সর্বশেষ জন্মদিনেও বালিগঞ্জের বাড়িতে দেখা মেলেনি নিখিলের। 

 বালিগঞ্জের বাড়িতে নিখিলকে না দেখা গেলেও জন্মদিনের উৎসবে নুসরাতের বাড়িতে দেখা মিলেছে তার ‘বন্ধু’ অভিনেতা যশ দাশগুপ্তের।

এদিকে নিখিল নুসরাতের জীবন থেকে একপ্রকার 'উধাও' হয়ে গেছেন যেন। ব্রাত্য বসুর নতুন ছবি 'ডিকশনারি'র উদ্বোধনীতেও অনুপস্থিত ছিলেন নিখিল। 


মন্তব্য
জেলার খবর