মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪২৮ জনের।এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৯১১ জন। করোনা শনাক্তের হার দুই দশমিক ৬৫। বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৫৪৪ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৩৭৯ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৯৩ হাজার ৭৯৮ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৬৭৬টি। শনাক্তের হার ১৩ দশমিক ৬৬।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ৪৩৫টি,পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১৫২টি। মৃতদের মধ্যে পুরুষ চার জন এবং নারী একজন। বিভাগভিত্তিক ঢাকায় চার জন এবং খুলনায় একজন এবং সবাই হাসপাতালে মারা গেছেন।
এমকে