পাঁচ দিন পর  সূচকের উত্থান

২৫ ফেব্রুয়ারী ২০২১

টানা পাঁচ কার্যদিবস পর বুধবার(২৪ ফেব্রুয়ারি)  সূচকের উত্থান দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই। বেড়েছে লেনদেন হওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও। দিন শেষে ৬৭ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় পাঁচ হাজার ৩৮৫ পয়েন্টে।

 

এই দিন শেয়ার লেনদেন হয় ৩৪৩টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৩৫টির, বাকি কোম্পানিগুলোর শেয়ারদর অপরিবর্তিত ছিল। চাহিদায় এগিয়ে ছিল ‘জেড’ ক্যাটেগরির কোম্পানির শেয়ার।  জেডের শেয়ারে আগ্রহ ছিল প্রায় ৬৫ শতাংশ বিনিয়োগকারীরা। সূচক ঊর্ধ্বমুখী থাকায় বেশিরভাগ বিনিয়োগকারী শেয়ার বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসেন। তাই লেনদেন আগের দিনের চেয়ে কম ছিল। ৫৩০ কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা-বেচা হয়।

 

এমকে


মন্তব্য
জেলার খবর