পঞ্চম ধাপে ৩০টি পৌরসভার নির্বাচন, চারটি উপজেলা পরিষদ এবং দুইটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটের দিনে সাধারণ ছুটি থাকবে না। তবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা বন্ধ থাকবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট হবে এসব নির্বাচনের।
পৌরসভাগুলো হচ্ছে- রংপুরের হারাগাছ, জয়পুরহাট, বগুড়া, চাপাইনবাবগঞ্জের নাচোল, রাজশাহীর চারঘাট ও দূর্গাপুর, ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জ; যশোরের কেশবপুর, ভোলা সদর ও চরফ্যাশন; জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ, জামালপুর সদর, ময়মনসিংহের নান্দাইল, কিশোরগঞ্জের ভৈরব, মানিকগঞ্জের সিংগাইর ও শিবচর; মাদারীপুর সদর, হবিগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, চাঁদপুরের মতলব ও শাহরাস্তি; লক্ষীপুরের রায়পুর, চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট ও রাঙ্গুনিয়া; গাজীপুরের কালীগঞ্জ ও নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা।
চারটি উপজেলা পরিষদ হচ্ছে (চেয়ারম্যান পদে উপনির্বাচন)- ঝিনাইদহের শৈলকুপা, ফরিদপুরের মধুখালী,রাজশাহীর পবা ও কুমিল্লঅর দেবীদ্বার। দুইটি ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান পদে উপনির্বাচন) হচ্ছে- পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ও ফরিদপুর সদর উপজেলার গেরদা।
এমকে