ফেনসিডিলসহ বাসযাত্রী আটক, ৩ কেজি গাঁজা জব্দ

২৫ ফেব্রুয়ারী ২০২১

গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসে তল্লাশিকালে ২০ বোতল ফেনসিডিলসহ নাহিদ মিয়া নামের এক যুবককে আটক ও পরিত্যক্ত স্কুলব্যাগ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শহরের মায়ামনি এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে যুবককে আটক এবং রাজশাহীগামী আরেকটি বাস থেকে গাঁজা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

গ্রেপ্তার নাহিদ মিয়া নাটোর জেলার লালপুর উপজেলার মহরকয়া গ্রামের মন্টু মিয়ার ছেলে। জব্দকৃত ফেনসিডিল ও গাঁজার মুল্য প্রায় ৬০ হাজার টাকা।

ওসি মেহেদী হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা-রংপুর মহাসড়কের ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছিল থানা পুলিশের একটি টিম। সাধারণ যাত্রী বেশে নিজের শরীরে ফেনসিডিলের বোতলগুলো বহন করছিল নাহিদ মিয়া। আর গাঁজা রাখা স্কুলব্যাগের মালিক পাওয়া যায়নি। নাহিদ মিয়ার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আর/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর