মার্কেট ভেঙে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

২৫ ফেব্রুয়ারী ২০২১

নড়াইল সংবাদদাতা
নড়াইলের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ এলাকায় পৌরসুপার মার্কেটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে প্রস্তাবিত চারলেন সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ এলাকায় এই মানববন্ধন হয়।  

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা যুবলীগের আহবায়ক ও ঠিকাদার ওয়াহিদুজ্জামান, ব্যবসায়ী নবীর হোসেন, সৈয়দ আহসান কবীর প্রমূখ। বক্তারা বলেন, শহরের ভেতর দিয়ে চারলেন সড়ক নির্মাণ হলে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়বে। এতে কর্ম হারিয়ে পথে বসবেন ব্যবসায়ীরা। তাই শহরের ভেতর দিয়ে নির্মাণ না করে বাইরে দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। এতে শহরে যেমন যানজট কমবে, পাশাপাশি ব্যবসায়ীরা কোনো ক্ষতির শিকার হবেন না।
 
এফকে/এমকে

 


মন্তব্য
জেলার খবর