দেশে নারীর ক্ষমতায়নে এবং নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে শেখ হাসিনার সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশে জার্মান উন্নয়ন সংস্থার ৫০ বছর এবং ইন সার্চ অব জাস্টিস: আনটোল্ড টেলস অব ডোমেস্টিক ভায়োলেন্স সারভাইভারস নামক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন। মঙ্গলবার (৮ মার্চ) রাজধানী ঢাকার রেডিসন হোটেলে এ অনুষ্ঠান হয়।
বহুমুখী পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে আইনমন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন- ২০০০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন- ২০১০ ও পারিবারিক সহিংসতা বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আর নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ভিকটিম সাপোর্ট সেন্টার, ন্যাশনাল হেল্পলাইন সেন্টার করা হয়েছে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এবং জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার মিলে মোড়ক উন্মোচন করেন।
এমকে