নারীর ক্ষমতায়নে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে: আইনমন্ত্রী

০৮ মার্চ ২০২২

দেশে নারীর ক্ষমতায়নে এবং নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে শেখ হাসিনার সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে  আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশে জার্মান উন্নয়ন সংস্থার ৫০ বছর এবং ইন সার্চ অব জাস্টিস: আনটোল্ড টেলস অব ডোমেস্টিক ভায়োলেন্স সারভাইভারস নামক গ্রন্থের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে এ কথা বলেন। মঙ্গলবার (৮ মার্চ) রাজধানী ঢাকার রেডিসন হোটেলে এ অনুষ্ঠান হয়।

বহুমুখী পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে আইনমন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন- ২০০০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন- ২০১০ ও পারিবারিক সহিংসতা বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আর নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ভিকটিম সাপোর্ট সেন্টার, ন্যাশনাল হেল্পলাইন সেন্টার করা হয়েছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এবং জার্মান রাষ্ট্রদূত  আচিম ট্রস্টার মিলে মোড়ক উন্মোচন করেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর