মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা

২৬ ফেব্রুয়ারী ২০২১

মিয়ানমারের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এই ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার ‘মিয়ানমারস স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল’র (এসএসি) ছয় সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যে রয়েছেন বর্তমান সেনা শাসক মিন অং হ্লাইংও।

যুক্তরাজ্য যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তারা হলেন- কমান্ডার ইন চিফ জেনারেল মিন অং হ্লাইং, এসএসির সেক্রেটারি লে. জেনারেল অং লিন ডিউ, এসএসির যুগ্ম সচিব লে.  জে. ইয়ে উইন ওও, জেনারেল টিন অং সান, জেনারেল মাউং মাউং কিউ, লে. জেনারেল মো মিন্ট তুন।

 জিওবি ডট ইউকে

 


মন্তব্য
জেলার খবর