গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সফল চীন

২৬ ফেব্রুয়ারী ২০২১

চীনের গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সরকারের প্রচেষ্টায় ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ে এ অর্জন উদযাপন করতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। 

গত আট বছরে দেশটির প্রায় ৯৮ দশমিক ৯৯ মিলিয়ন মানুষের চরম দারিদ্র্য দূর করেছে। চীনের আটশ ৩২টি দারিদ্র্য কাউন্টি এবং দেশটির এক লাখ ২৮ হাজার গ্রামকে দারিদ্র্যের তালিকা থেকে সরানো হয়েছে। একই সময়ে ৭০ শতাংশেরও বেশি বিশ্ব দারিদ্র্য হ্রাসে অবদান রেখেছে দেশটি। 

আলজাজিরা


মন্তব্য
জেলার খবর