রাকিব ভাইয়াকে ফাসানো হচ্ছে : সুবাহ 

২৬ ফেব্রুয়ারী ২০২১

ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির তামিমার পাসপোর্টের কপি নিয়ে। ২০১৮ সালের এই পাসপোর্ট কপিতে দেখা যায় তামিমার স্বামীর নামের পাশে রাকিব লেখা একই সাথে জরুরি প্রয়োজনে যোগাযোগ নম্বরও রাকিবের।

সুবাহ'র এই পোস্টে তিনি লিখেছেন, 'কিছু প্রমাণ দিলাম। জানিনা ঘটনা আসল কি। যাচাই করুন রাকিব ভাইয়াকে ফাসানো হচ্ছে এবং হবে। তামিমার পাসপোর্ট ২০১৮ সালের সামির নাম দেয়া রাকিব হাসান।  তাহলে ১৬ সালের জাল তালাক নামা আবার কিসের?' 

 


মন্তব্য
জেলার খবর