পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে গোলাম আজম হত্যা মামলায় তার স্ত্রী ও ছোট সন্তানকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তার আগের জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছিল। গ্রেফতাররা হচ্ছে- বর্ণা খানম (৪৭) ও আল আর্নিফ বাধন (২১)। গোলাম আজম পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ার পাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় নিজের শোবার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় গোলাম আজমের লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় রোববার (৬ মার্চ) রাতে মামলাটি করে গোলাম আজমের বড় ছেলে বদিউজ্জামান লিমন।
পুলিশ জানায়, সোমবার (৭ মার্চ) দুপুরে নিজ বাড়ি থেকে বর্ণা ও বাধনকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের গ্রেফতার করা হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, আসামিদের আদালতে প্রেরণ করে, রিমান্ডের আবেদন করেছি।
মো.সম্রাট হোসাইন/এমকে