মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর হামলা

২৬ ফেব্রুয়ারী ২০২১

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী জনতার ওপর হামলা চালিয়েছেন সেনা সমর্থিত কিছু ব্যক্তি। বিক্ষোভকারীদের ওপর তারা ছুরি, লাঠি ও পাথরের টুকরো দিয়ে হামলা চালান। দেশটির সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুনে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে।

ছবিতে দেখা যায়, সেনা সমর্থকদের হাতে লাঠি ও ছুরি রয়েছে। এদের অনেকে বিক্ষোভকারীদের ওপর পাথর ছোড়েম এবং তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ভিডিওতে দেখা যায়, সামরিক বাহিনীর কয়েকজন সমর্থক শহরের কেন্দ্রের একটি হোটেলের বাইরে এক ব্যক্তির ওপর হামলা চালাচ্ছেন।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর