টিকা নিলেন সাড়ে ২৮ লাখ মানুষ

২৬ ফেব্রুয়ারী ২০২১

দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু থেকে এখন পর্যন্ত ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে ৬৯৬ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ৭ ফেব্রুয়ারি এই কর্মসূচি শুরু হয়। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। শুক্রবার টিকা দেওয়া হয় না।

 

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, টিকা গ্রহণে নারীর চেয়ে প্রায় দ্বিগুন এগিয়ে আছেন পুরুষ।পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন, নারী ৯ লাখ ৯৪ হাজার ৬৭৫ জন টিকা নিয়েছেন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে শূন্য দশমিক ০২৪ শতাংশে। বৃহস্পতিবার টিকা নিয়েছেন এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে বিভাগভিত্তিক ঢাকায় ৬৩ হাজার ২৪৪ জন, ময়মনসিংহে ৭ হাজার ২৩৩ জন, চট্টগ্রামে ৩৩ হাজার ৮৬৭ জন, রাজশাহীতে ১৮ হাজার ২১৬ জন, রংপুরে ১৬ হাজার ৭০১ জন, খুলনায় ২৬ হাজার ১৮৬ জন, বরিশালে ৮ হাজার ৫১ জন আর সিলেটে ৭ হাজার ৯৪১ জন রয়েছেন।

 

এমকে 


মন্তব্য
জেলার খবর