করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৪১০

২৬ ফেব্রুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত পাঁচ জন মারা গেছেন।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪১০ জনের। সুস্থ হয়েছেন ৯৫৭ জন। শনাক্তের হার দুই দশমিক ৬৩।বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

 

স্বাস্থ্য অধিদফতর জানায়,এখন পর্যন্ত  করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৯৫৪ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৩৮৪ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৯৪ হাজার ৭৫৫ জন।এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ তিন হাজার ২৩৬টি।শনাক্তের হার ১৩ দশমিক ৬১।

 

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৮৮৩টি,পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৬০টি।  মৃতদের মধ্যে পুরুষ চার জন আর নারী একজন। সবাই হাসপাতালে  মারা গেছেন।বিভাগভিত্তিক ঢাকায় দুই জন আর চট্টগ্রামে তিন জন রয়েছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর